যখন খুব ক্লান্তি লাগে
মনে হয় লেপ কাঁথা নিয়ে
ঝুপ করে কারো মাঝে ডুব দেই।
দীর্ঘ নিদ্রাশীল শেষে
ফিরে এসে দেখি,
পৃথিবীটা আর আগের মত নেই!


মানুষ মানুষকে এখন আর
জিজ্ঞেস করে না “কেমন আছ?”
বরং মানুষ মানুষের কষ্ট
অনুভবে করে বুঝে নেয়।
এখন আর কেউ কাউকে
শুধু পিঠ চাপড়ে সান্ত্বনা দেয় না
” সব ঠিক হয় যাবে”,
এখন মানুষ মানুষকে বুকে টেনে নিয়ে বলে
” এইতো সব ঠিক হয়ে গেছে” !


এখনকার ফুল গুলো শুধু
উচ্চশিক্ষিত সবজির মত নয়
এখনকার ফুলে সৌরভ আছে
এখনকার প্রেম শুধুই তাত্ত্বিক নয়
এখনকার প্রেমে ভালোবাসা আছে।
মানুষ আর রাজপথে প্রতিবাদ করে না,
তারা হাতে হাত ধরে আনন্দ মিছিল করে।
শুনেছি যাদের হাতে অস্ত্র ছিল
তারাও এখন কবিতা পড়ে!


কি অসম্ভব সুন্দর পৃথিবী
আমি ভুলে যাই আমার গেল জনমের পাপ।
আমি ভুলে যাই আমার যাবজ্জীবন কারাদণ্ড।
আমি ভুলে যাই বৃত্তের বাইরেও পৃথিবী আছে।
আমি এখন ব্যক্তি নই, বস্তু নই
মহাজাগতিক কোন শক্তি।