অ্যা জীবন, তুই আজ চললি কোথায় নিয়ে রে আমায়
যেদিকেই বাড়াই পা,শুধু আঁধার ঘিরে আমায়
হারিয়ে গেছে  আজ আমার গন্তব্যের অবস্থান
শত আনন্দের মধ্যেও জীবন আমার মহাশ্মশান
কোথাও কোন বাঁকে কেউ তো জ্বালো একটু আলো
কেউ তো ঘোচাও এ জীবান্তক ঘোর দূর্ভেদ্য কালো
হৃদয় ভেঙ্গে হল চূর্ণ বিচূর্ণ,হল উজাড় আমার স্বপ্নের শহর
আলোর খোঁজে হেঁটে হেঁটে আঁধারেই কি কাটবে বাকী জীবনের প্রহর
নির্জীব নিস্তব্ধতা আর দুঃসহ একাকীত্ব আজ আমার সহচর
তবুও আমি হাস্যমুখ, হোক জীবন আমার ব্যথার দূর্গম সরোবর
কোথাও দৃশ্যমান আশার ঝলসানি, কোথাও দূর্ভাগ্যের ঘন আঁধার
কোথাও নির্মেঘ সুনীল আকাশ,কোথাও আবার  তান্ডব দুর্ধর্ষ ঝঞ্ঝার
যে চোখে কখনো ছিল স্বপ্নের বসবাস আজ সেখানে শুধু সন্দেহ আর অবিশ্বাস
কষ্টের প্রখরতায় বিস্ফোরণোন্মুখ আজ অনুভূতিশূন্য আমার স্বপ্নহীন পাথুরে চোখ
দিয়েছে নাম আমায় ‘মূর্তিমন্ত কষ্ট’,আমার দূর্বহ নিঃসঙ্গতা বুঝেছে যে লোক।