আর কি চাও?
সবিই তো দিলাম
আমি শুধু স্মৃতিটুকু নিলাম।


রেখে এলাম চির চেনা শহর
সেই কৃষ্ণচূড়া।
যার তলে বসে খেলা
রেখে এলাম সেই দাবার কোট
রাজা - মন্ত্রী সিপাহী ঘোড়া।


রেখে এলাম ছাদের কার্নিশ
আমার প্রেম খোঁদায়ে আঁকা
মুছিয়ে দেয়ালের বার্নিশ।


রেখে এলাম সেই রিক্সা
ক্লাস শেষে ঘুরে বেড়ানো
অচেনা মেঠো রাস্তা।


রেখে এলাম আমার ভালোবাসা
তিলে তিলে জমানো সব
শুধু নিয়ে গেলাম রক্ত-মাংসের
আমার শরীর নামের শব।
আর কি চাও?