আজ আমি আমার কথা বলতে চাই
আজ আমি তাহার কথা বলতে চাই।


আজ আমি মানুষে মানুষে দ্বিধা
দ্বন্দ্বের কথা বলতে চাই,
আজ আমি সভ্য সমাজের দুর্গন্ধ
যত মন্দের কথা বলতে চাই।


আজ আমি মুক্ত মঞ্চে দাঁড়িয়ে
মুক্তির শ্লোগান দিতে চাই,
আমি লাঞ্ছিত নিপীড়িত শোষিতের
সব ন্যায্য অধিকার চাই।


আজ আমি সত্যকে সত্যি ব'লিতে চাই
আজ আমি মিথ্যার বিরুদ্ধে ল'ড়িতে চাই।
আজ আমি রক্ত পিপাসুদের দ'লিতে চাই
আমি শয়তানের কান দু হাতে ম'লিতে চাই।


আজ আমি লুট হরি লুট সরকারী লাট
হারামখোরদের বলতে চাই,
আমার ঘামের টাকায় বেতন লইয়াও
তোদের কি ভাই পেট ভরে নাই?
আজ আমি তোর টেবিলটা সরাতে চাই
যেন হাতটা কখনো, আর না নীচে যায়
শুধু একবার জিজ্ঞাসিতে চাই
তোদের কি লাজ শরম কিছু নাই!
তোদের কি মৃত্যুর ডর নাই?
আমি তোদের অভিশাপ দিতে চাই
আমি তোদের মহা সর্বনাশ চাই।


আমি বসন্তের নেতাদের বলতে চাই
ভোটের আগে এতো দরদ! এখন কোথা ভাই?
ডাকলে পিছু খ্যাঁক্‌ কর ভাই শোনার সময় নাই
আমার জন্যই হইলা নেতা আর আমার সময় নাই?


আমি বঙ্গ বন্ধুর মতো জননেতা চাই
আমি ভাসানীর মতো মজলুম নেতা চাই।


আমি নির্ভীক কালির লেখনী চাই
আমি সত্য শিক্ষার দীক্ষক চাই,
আমি রাজনীতি মুক্ত কলম চাই
আমি মলম মুক্ত শিক্ষক চাই।


আমি চাঁদাবাজ থেকে মুক্তি চাই
আমি চাঁপাবাজ মুক্ত সমাজ চাই।
আমি আমার চির শান্তির দেশ চাই
আমি সাম্যের সোনার বাংলা চাই।