তুমি বুঝো সবিই
তবুও প্রশ্ন তোমার, কেমন আছি?
দীর্ঘশ্বাস ফেলি গভীর নিঃশ্বাস, বলি
বেশ আছি, আমি ভালো আছি।
তোমাকে পাবার আগে যেমন ছিলাম
পাবার পর যেমন ছিলাম
হারাবার পরেও তেমনি আছি,
বেঁচে আছি শক্ত এক প্রাণ আমি।
দীর্ঘ আকাঙ্ক্ষা, ক্ষনিকের প্রাপ্তি
আর বিরহের দহনে পুড়ি
ক্ষত বিক্ষত অঙ্গার আমি
বেঁচে আছি, আমি ভালো আছি।
ক্ষয়ে ক্ষয়ে সময় স্রোতে
কষ্টের ভেলায় ভেসে যাচ্ছি
লক্ষ্যহীন অজানা পথে আমি,
তবুও বলি, বেশ আছি।
আমি ভালো আছি বন্ধু।।