এটা সেই কৃষ্ণচূড়া
দেখতে চাও না বলে কি
চিনতেও পারছ না?


বহু দিন বিবর্ণ
নুতন কুড়ি গজায়নি আর
ফোটেও নি কোনো ফুল।
আশ্চর্য! তবুও বেঁচে
দিব্যি তার মূল।


যদি চিনিতে হয় ভূল,
নির্ভয়ে কাছে এসে
শুকনো শাখে, আলতো স্পর্শে
ভালোবাসার অনুভবে
চিনে নাও। তোমার কৃষ্ণচূড়া।।


মিরপুর, ঢাকা
12.09.2017 20.10pm