অবশেষে বিচার পর্ব শেষ হল
বিচারক জানতে চাইলেন , আমৃত্যু নিস্তব্ধতা
না মৃত্যুদন্ড , কোনটা বেছে নেবো
আমি মৃত্যুদন্ডের দিকেই ঝুঁকে পরলাম


বিচারক আবার বুঝে নিতে চাইলেন
কি ধরনের মৃত্যুদন্ড
আমার চিন্তাদের না আমার স্বপ্নদের
চিন্তারা আমায় ছেড়ে যেতে নারাজ
অত:পর , স্বপ্নদের ছেড়ে যাত্রা অচিনপুরে


ডুব দিলাম অন্ধকার নিস্তব্ধতায়
সিঁড়ির পর সিঁড়ি , তারপর আরো সিঁড়ি
ধীরে ধীরে নেমে যেতে হয় আরো গভীরে
প্রতিটি বাঁকে চিন্তারা বসে জাল ছড়িয়ে
ঘূর্নাবর্তের টানে পাক খেতে খেতে
আবার সেই আলোর উৎস খুঁজে পাওয়ার মূর্খামি
সঙ্গে নাছোড় ভন্ডামি আর প্রগলভতা


আসলেতো
সেই নিজেকে খোঁজা
আসলেতো
সেই পালিয়ে যাওয়া "আমার" - ই সন্ধান
আসলেতো
সেই মুখ লুকানোর অন্ধকারটুকুর অন্বেষণ
আসলেতো
সেই মৃত্যুর কাছেই আবার ফিরে যাওয়া..