যেমন চলছে তেমনই চলুক, আমি ভেবে কি করব?
আমি যেমন আছি, তেমনই চলব,
প্রতিবাদ, সাহায্য, ত্রাণ- নীরবে থাকল আমার হুশ,
মরছে শিশু সিরিয়া তে, আতঙ্কে অসহায় মানুষ,
আমার মনে লেগেছে রঙ, আবীর আমি খেলবো,
বসন্তের উৎসবে গান গেয়ে আনন্দে আমি দুলবো।


পাশের বাড়ির পরিবারটি খেলেনি রঙ, লাগেনি বসন্তের হাওয়া।
মেয়েটি তাদের হয়েছে খুন, শেষ হয়েছে চাওয়া পাওয়া।
গাছের পাতাগুলি কাঁদে তাদের জন্য, বাতাস দিয়ে যায় সান্তনা।
ফুলটি হয়তো ঝরে গেছে তাদের কথা ভেবে, প্রকৃতি বোঝে যন্ত্রণা।


সবই দেখি শুনি আমি, কিন্তু তাতে আমার কি?
আমি তো আনন্দে দিব্যি ভালো আছি।