ছোটবেলার ছবি আমার, ছোটবেলার গান,
পুকুরের মাঝে সাঁতার কাটা, ছোটবেলার চান।
ছোটবেলার দুষ্টুমি, চোখের জলের ভাষা,
বাবার কত আদর, মায়ের কোলের ভিতর আসা।
ছোটবেলার খেলার মাঠ, বন্ধুদের দল,
পাড়ার ম্যাচে ক্রিকেট খেলা, ব্যাট আর বল।
ছোটবেলার প্রজাপতি, রঙিন রঙিন ফুল,
ফড়িং ধরতে যাওয়া, ছোটো ছোটো ভূল।
ছোটবেলার ঘুড়ি আমার, আকাশেতে উড়া,
লাটাই হাতে সুতো নিয়ে কাটাকূটি করা।
ছোটবেলার ইস্কূল আমার, বন্ধুদের জুটি,
ছোটবেলার হুড়োহুড়ি, ইস্কূল ছুটি।
ছোটবেলার দিদি আমার, কতো মারামারি,
একসঙ্গে পড়া খেলা, ঝগড়া হলে আড়ি।


এখন শুধু ব্যাস্ততা আর কাজ, সময় গেছে সরে,
মাঝে মাঝে শুধু মনের ঘড়িটা উল্টোদিকে ঘোরে।