একটু একটু করে ফিকে হয়ে যাচ্ছে সবই,
হারিয়ে যাচ্ছে জীবনের রঙ।
মৃত্যুর রুপক কি শুধুই নীল রঙ,
নাকি কোনো বাউলের গানের মেঠো সুর।


চার দেওয়ালের কবরের মধ্যে মৃত আমি,
দেখতে চাই আমার লাশে রক্তের রঙ।
বুঝতে চাই কিভাবে জীবনের রঙ মাটির রঙে মেশে?
কেন মানুষ স্বপ্নের রঙকে এত ভালোবাসে।


অনুভব করতে চাই মানুষের চোখের জলের রঙ
দেখতে চাই ক্ষুধার্ত শিশুর চোখে, প্রজাপতি।
লাল, নীল, সবুজ, নাকি ভাবিনি বলে,
আমি ভুল পথে হাঁটি।


এমন একটা হোলি খেলব,
পাতা পাবে তার সবুজ রঙ।
শুধু হাত দিয়ে গালে রঙ মাখানো নয়,
হৃদয় দিয়ে ফোটাবো গোলাপের রঙ।