তুমি আজ চুপ কেন কবি?
দেখছো না কি চারিদিকে আজ ধূসর ছবি।
নেই কোনও শিশির ভেজা ঘাস,
বাতাস আজ দূষিত অতিরিক্ত সীসাতে,
মানুষকে মানুষ করছে আঘাত।
গরিবের টাকা লুট হয় প্রতিদিন,
হয় মিথ্যা উন্নয়নের ঊল্লাস।
লুটেরা আজ অতি সুরক্ষিত,
গরীবেরা খায় রক্তের ডালভাত।
ধর্মের নামে জলে কুমির ধরা, ধর্মের নামে শোষণ,
ধর্ম নিয়ে মরছে মানুষ, চলছে বিভাজন।
চাঁদকে যারা রুটি ভাবে, মরছে তারা হায়।
রক্তটাকে জল করে, স্বপ্ন বেচে খায়।
যদি তাকাও তাদের চোখে দেখবে তবে জল,
শুকনো মাটি বাস্তব যাদের, ভাগ্যই সম্বল।
শিব ঠাকুরের দেশে, সত্যিই আইন কানুন সর্বনেশে
গরীবকে সর্বস্বান্ত করে, চোরেরা পালায় বিদেশে।
তুমি কি ঘুমাও কবি?
কোথায় তোমার বিদ্রোহের কলম?
একটু লেখ তাদের জন্য,
অত্যাচার সহ্য করাটা যাদের জীবন।
তোমার আগুণ ঝরা কবিতা পড়ে,
জেগে উঠবে তারা, বীজ বুনবে নিজ হাতে,
পৃথিবীকে বদলাবে যারা।