চারিদিকে অন্ধকার, রাত্রিটা অনেক লম্বা।
সূর্য শেষ কখন উঠেছে জানিনা।
ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মৃতদেহ।
নতুন ভোরের অপেক্ষায় আছে সবাই।
আমি আছি ঘুমিয়ে, দেখছি স্বপ্ন।
হলুদ হয়ে যাওয়া ঘাস, মাটি, রুপোলি আকাশ,
ক্যানভাসে আমার প্রিয়ার মুখ।
হঠাৎ সবই নিশ্চুপ, তারপর একটি অস্পষ্ট সুর।
ধীরে ধীরে পাতলাম কান,
শুনি সেও গাইছে মৃত্যুরই গান।