নতুন স্বপ্নের মাধুরি নিয়ে তোমার আঙিনায় এসেছি,
এনেছি নতুন কুঁড়ি তোমার হাতে দেব বলে।
কোন ভয়ের বার্তা নয় কোন সংশয়ের মুর্হুতে নয়
নতুন দিনের নতুন সময় তোমাকে জানাতে চাই,
অপরূপ সৌন্দর্যের কোলাহলে শোনাতে চাই
আমি নতুন স্বপ্নের মাধুরি নিয়ে তোমার আঙিনায়।


ভোরের শিশির ভেজা পায় রবির উষ্ণ কিরণে দাঁড়ায়
আমার একটি মন তোমার শুভ কামনায়
অনেক পথ পাড়ি দিয়েছে নতুন স্বপ্ন-প্রেরনায়;
তুমি সাদরে গ্রহন করে নিয়ো!


আলো দেবে উজ্জ্বল চেতনা আশা দেবে নতুনের বন্দনা
আমি ধন্য- সেথায় কোন অভিমান নেই, আছে নতুনের কল্পনা।
তোমার অতীত, øেহহীন আঁচলে লুকিয়ে
বেদনাকে বুঝিয়ে নিভিয়ে দাও পথের ধুলায়-
আমি নতুন, তোমার প্রতিক্ষায়।


শিউলি-হাসনাহেনার শীতল চাদরে তোমার একান্ত শিহরণ
উন্নত পথের ফাল্গুন বয়ে আনবে ভুবনজুড়ে;
আমি পথ-প্রান্তর ঘুরে ঝড়-ঝঞ্জার বিপত্তির তোড়ে
ভুলে যেতে পারিনি নতুন স্বপ্নকে।
আদুরে কুসুমকলি আর পাখ-পাখালির মিলনমেলায়
বারবার দেখি তোমার বিচরণ
তাই মুছে যেতে পারেনা তোমারও স্বপ্ন তিমিরে।


নতুন, বড় বিচিত্র চিত্র
দু’নয়ন ভরে দেয় চেতনার উন্মীলনের সহযাত্রী
আমি তোমার পাশে নতুন স্বপ্ন নিয়ে
বাতাসের ধাবমান প্রবাহে বিদ্যুৎ তরঙ্গে পৌঁছেছি
অনেক যাতনা সয়ে, তুমি থেক নির্ভয়ে
আমি থাকব তোমার বিশ্বজয়ে।


এসো শপথ করি দু’জনে-
আমি নতুন স্বপ্ন, তোমাকে এনে দেব উচ্চ মণিকাঞ্চন
তোমার পদতলে দিগি¦জয়, বাহুতে তারুণ্যের ধ্বজা
রুক্ষতা-শুষ্কতাহীন মানবতার জীবন।