আজিকের এই নতুন দিনে শুনিবো নতুন গান
ডাকিয়া লইছে নতুন বর্ষ উল্লাসিত মোর প্রাণ।
সুখ জাগিছে মানব মনে ভুলিয়া সকল আবেশ
দিগন্ত জুড়িয়া পক্ষিকুলে বসিয়াছে সমাবেশ।


সবুজ ভরিছে বন-বনানী ক্ষেত্র জুড়িয়া ফসল
নতুন দিনের নতুন সূর্যে করিছে তারা গোসল।
ধরনী ’পর গড়িছে যতনে নতুন করিয়া বাসা
পুরাতন ভুলিয়া মানব-মানবী করিছে নতুন আশা।


প্রভাত রবি পক্ষি কণ্ঠে বাজিছে সঙ্গিত মধুর
ভরিতে জীবন মিলিবে ডানা উড়িতে বহুদূর।
সোনলী কিরণ স্বপ্নীল চোখে আঁকিছে সুখের স্বপন
বিগত দিনের কষ্ট-গ্লানি মুছিয়া লইতে এখন।


বৃক্ষ তলে খোলা প্রাঙ্গে ডাকিছে মঞ্চ সবায়
পুরাতন মুছি নতুন আসিছে দূরীভূত দুঃসময়।
আজিকের দিনে বন্ধন নাহি রূদ্ধ করিবে না কাজে
বন্ধন ছিড়িয়া কিশোর-কিশোরী সাজিবে রঙিন সাজে।