আমি তারকায় নিমগ্ন থাকি সদয়-
তুমি অলখে দেখিছ কেন নীরবে আমায়?
স্বপ্নলোকে যেইদিন দেখিয়াছি তব ছায়া
ভুলিতে পারিনা কিছুতেই তব-সেই মায়া।


অসহায়! অসহায় স্বপ্নীল দুইটি চোখ
তাহারা পারিনাই-বোঝাতে হৃদয়ের শোক।
আকুলিয়া উঠিছে হৃদয় তব স্নিগ্ধতায়
দুর্বার, আমি অ-শান্ত প্রেমের বরোতায়।


মোহনীয়, শুভ্র-শ্বেত আলোকবর্তিকা
জ্বেলে দিয়েছিনু মম হৃদয়ে স্বত্বিকা।
হরিল নিদ্রা মোর ক্লান্তির ছায়াতেও
জাগিল ইচ্ছা তাই আধারে ডুবিলেও।


অনুক্ষণে বারংবার সেই করিছে লড়াই
শিহরণে সহসায় কে ধরিল জড়াই?
তনুমনে উচ্ছ্বাস- অধরে কিঞ্চিত ভয়
বন্দিনি নয়নতারায়- তবু করিয়াছি জয়।


স্বপ্নলোকে-দিতেছি-পাড়ি দেখিয়া তোমায়
নিত্যদিন যেতেছি গুনিয়া রবির শান্তনায়।
সংশয়! হইবে কি দেখা মোর তব পরিণয়ে?
নিশির ঝিঁঝিপোকা হেথায় কাঁদিছে গোঙায়ে।