আমি যেন এক মরা নদী
             দুকুল ভরা ঝোপ শুকনো বুকে
শুধুই বালুর চর ।
               আমি যেন এক জীর্ণ তরু আজ
পত্র বিহীন রুক্ষ শাখে
                মলিনতার সাজ !
সব হারাদের মাঝে আমি
                দুঃস্বপ্নের ডর
সর্বনাশী সর্বগ্রাসে হারিয়েছি ঘর !
তাই   আমার বোধন রিক্ত ব্যদন
দিনাতিপাত তথৈবচ!
শুন্যে রোদন হা হুতাশন
বিশ্বজুড়ে আলোর নিচে
শুরুর আগে ই সমান
সবি বোধন-কি বিসজর্ন!
            আমি হতাশার নই ,  
নই আমি নৈরাশ্যের
               তবু করূন দুচোখে
ইজরাইল প্যালেস্তাইন
             সম ছবি জুড়ে সারা বিশ্বের  !!