চল্ না সবার অলক্ষ্যে দেখা করি
আকাশে উড়াই কাগজের প্রজাপতি
টুকরো টুকরো সাজিয়ে যত কথা, গড়ে নেবো একটা আস্ত মহানদী।
একটা চাঁদ আর অনেক জোয়ার ভাঁটা
কিছু ঢেউ তীরের ওপর ভাঙ্গে
কিছু কিছু অনেক গভির হয়ে হারিয়ে যায় বুকের মাঝখানে।
উড়ন্ত সব কাগজের প্রজাপতি
ছড়িয়ে দিয়ে জোনাকির মতো আলো
পথ হারিয়ে এলোমেলো পাখায় চাঁদকে বুকে আঁকড়ে চেপে ধরে।
চল্ না সবার অলক্ষ্যে একটিবার দেখা করি
নদীর জলে ভেজাই পায়ের পাতা
মাত্র কিছুক্ষণের স্নিগ্ধ স্পর্শ পেয়ে
পূর্ণ হোক অসমাপ্ত সব কথা।


©অবন্তিকা সরকার, ২০১৫ (২০-১১-২০১৫)