ফিরে পাওয়া ক্ষণ আহা শান্তি পরশ
উজান ভাটির শ্রোত হৃদয়ে বহতা নদী,
খুব কাছে থেকে ভালোবাসি প্রিয়জন
মৌনতায় আরাধ্য প্রিয়তী পথ চলা নিরবদী।
দেনা পাওনার হিসেব দূরেই পড়ে থাক
স্বপ্নবাজ হয়ে আজ সময় কাটাই,
ঘুড়িটা আকাশে উড়ছে তো জানি
তোমার হাতেই জমা রেখেছো নাটাই।
চাপা হাসির রেশ ফোরায় না সহজে
কাজলের কালি গলে যায়,
তুমি ভালো থাকো যেখানেই থাকো
উঁচু মাথা যেন তোমার দেখা না পায়।
পাগলের কথা বলা রপ্ত করো
কাজে লাগলে লাগতে পারে,
সজনী সহেনা জ্বালাতন
কাছে পেয়েও কেন পায়না তারে।


তারিখ- ০১-০৩-২০১৯