গল্পটা যেনো রেলপথ!
তুমি আর আমি দুটো ধাতব পাত;
অবস্থান সমান্তরালে,
স্পর্শ করার নেই কোনো পথ।


হয়ত কিছু ব্যবধান থাকাটাই ভালো,
যদিওবা ক্রমশ হয়ে যাই ক্ষয়;
তরঙ্গিত কথপোকথন, মুখোমুখি দুজন,
থাকবে না কোনো বিপর্যয়ের ভয়।