নিঃশব্দেরও আছে তীব্র কর্কশ ধ্বনি,
রোড লাইটের প্রবল আলোর ওপাশটাতে অন্ধকার;
বোহেমিয়ান মহাকাল থামবে এক্ষুণি
দুর্গম অদ্রির বক্ষফাঁটা ক্রন্দন -ঝরণাও কি চমৎকার!


একটি ফুল, ঝরা বকুল
কি বিষন্ন অসহায়
তবুও সুবাসিত বাষ্প উড়ায়।
অকস্মাৎ এক বাতাসের ঝাপটা,
বাবুইয়ের সাঁধের আশা ফুরায়।


নিঃসঙ্গ গোধুলি আকাশের বর্ণচ্ছটা
কিংবা শরত প্রভাত শিউলি ফোঁটা
তারা চায় না তুমি সবকিছু ছেড়ে আসো,
তারা চায় তুমি সেসব বাঁধা ছিঁড়ে আসো।
বরং আমার মৃত্যু হয়ে হাসো...