তুমি গেলে ঘুমিয়ে, আমি খাই মুড়কি,
হঠ্যাৎ যেনো ঠান্ডা হাওয়া;
একি! খোলা দেখি খিড়কি!
তখন শুনতে চাইলে গান, এবার যাবে বুঝি মান!
তবুও হেঁড়ে কন্ঠে গাওয়া;
তারপর? গান শুনে পলায়ন, আরকি!
এখন আমি বসে একা, কোথাও নেই তোমার দেখা,
কাঁপছি শীতে ঠকঠক, মুখ জুড়ে বকবক;
আর ভাবছি, কথা হবে ফের কি!