সেই অনুভূতি,
কত দূরে,
অথচ কত তীব্র।
বিস্মৃতির অন্তরালে,
আবার ক্ষণিকের জন্য স্পষ্ট।
একসময়ের কাঙ্ক্ষিত,
কিন্তু আজ কত বিতৃষ্ণা!
সেই কথামালা,
কত সত্য,
অথচ কত দ্বিধা।
হারিয়ে যায়,
আবার খুঁজে নেয় পথ।
অত্যন্ত সরল,
কিন্তু আবদ্ধ আষ্ঠেপৃষ্ঠে।
মধ্যরাতে দূর হতে আসা কিছু অবোধ্য ধ্বনি,
অর্থবাচকতা চায় কিসের তাগিদে?
সুস্পষ্ট শব্দের বন্ধনও সময়ে সময়ে
খাপছাড়া মনে হয় ঠিক কেমন মগ্নতায়?
প্রিয় ফুল আজ পড়ে থাকে পথের মাঝে,
কত পথিক পাঁ দিয়ে মাড়িয়ে চলে যাচ্ছে,
অথচ নির্বিকার চোখে তাকিয়ে তার দিকে।
আগের মত ফুলগুলোর আশ্রয় হয় না পকেটে।
এতটা নির্লিপ্ততা আগে কোথায় ছিলো!
এখানে তবে কি স্তব্ধতাই চিরন্তন!
নাকি অনুভূতি ফিরে আসে এক জটিল আবর্তে?