কেনো তুমি এলে এই জীবনে।
কেনো আবার চলে গেলে এই জীবন ছেড়ে।
তুমি কি অদ্ভুত তাই না।


তোমায় নিয়ে স্বপ্ন দে খাটা ভুল ছিল এই জীবনে।
তুমি মায়ার জালে আটকে দিলে আমায়।
দিয়েছ শুধু বিষের বড়ি
তুমি কি অদ্ভুত তাই না।


তুমি যে কত স্বপ্ন দেখিয়েছিলে
এই জীবনে সব স্বপ্ন আজ স্বপ্ন রয়ে গেল।
বাস্তব রূপে আর হলো না
তুমি কি অদ্ভুত তাই না।


তোমার সেই দুটি চোঁখ আজও আমায় ভাবায়
তোমার সেই হাত ধরে হাটা আজও আমায় কাঁদায়
তুমি কি অদ্ভুত তাই না।


এই জীবনে তোমায় পাওয়ার জন্য যদি
সাত সাগর তেরো নদী পাড়ি দিতে হতে হয়
আমার তাও দিতাম আমি।
তুমি কি অদ্ভুত তাই না।


ভবানী শংকর
১৭/০৩/ইং