আজো হাটি সেই বকুলতলির পথে একা
আরেকটি বার যদি হয়ে যায় দেখা
চলার পথে আরে আরে শিমুল তলায় তাকাই
অতীতের সেই সৃতি গুলো আজো দেখতে পাই
পড়িতে পেরেছি তোমার চাপাগুচ্ছো ব্যথা
যখন একলা পথে পেয়েছি বিরহের গাথা মালা
নেই তুমি এখন আমার পাশে
করবো না আমি বিদ্রোহ তাতে
থাকবো বেঁচে তোমার সৃতি আকরে
সবসময় বলেছিলে, যেওনা একা করে
তবে উপরওয়ালা সাথ দিলনা এই অশ্রু যুদ্ধে
তুমি ছেড়ে গেলে এই অপূর্ব ধরণী
তবে হইনি তোমার বিরুদ্ধে আমি বিদ্রোহী
বাস্তবে হতে যদি রূপকথার রানী
তোমাকে পাওয়ার জন্য দিতাম
সাত সমুদ্র তেরো নদী পারি
এ কী বিচ্ছেদ নাকি নতুন প্রজন্মের প্রলয়
ভাবতে ভাবতে হয়েছি আমি নির্বিক
হ্যা আমিই সেই শ্রেষ্ঠ প্রেমিক