গন্তব্য হারা পথিক আমি
পাইনি নিজের ঠিকানা
যে আমারে রাখবে ভালো
সে তো আর আসেনা
নীড়হারা পাখির মতো
আমার ঠিকানা হারিয়েছি
নিজের গন্তব্য খোজার জন্য
বিদেশে পাড়ি দিয়েছি
বহু দিন হয়ে গেলো
ঘুমাইনি কত নিশি
এক বৃক্ষ তলে দেখা হলো
তোমার বিদেশিনী
বিদেশি এই রাজ্যে
পরিচিত কিছুই আমার নয়
এই বৃক্ষ তলে এলে আমার
বুকে চিন চিন ব্যথা হয়
যবে বসেছি তোমার পাশে
প্রেমে পরেছিলাম অনায়াসে
মুগ্ধ দেখে তোমার কালো কেস
আমার পথ চলা বুঝি
এখান থেকেই শেষ
তোমার চুলের স্নিগ্ধ গন্ধ
আমার নাক বেয়ে যায়
এত কিছু জানিনা তোমায়
ভালোবেসে ফেলেছি বোধায়