ও আমার পিতৃতুল্য শিক্ষক
              তোমার লালসার চোখে,
পুড়িয়েছো আমায়!
              ডুবিয়েছো সভ্যতার অভয়!
শ্রদ্ধাটুকু প্রশ্নই তুলেছো!
               কামনাটুকু তুলে ধরেছো,
আর, কলঙ্কিত করেছো আমার অধ্যায়!
               ও আমার পিতৃতুল্য শিক্ষক,
আমি আগুনে ঝলসে যাওয়া,
                ফেনীর নুসরাত!


    ঐ মক্তবের মোয়াজ্জেম
     বুঝিনি তখন কিছু,
    নিয়েছো যখন পিচু!
    ধরেছো যখন চেপে,
    গলা খানি তখন কেটে!
    বীরের মর্যাদা দিয়েছো নিজেকে!
    বাহ্ বিশ্ববাসী জানে,
    আমি সাত বছরের ছেলে!