বৃক্ষ ভাই, বৃক্ষ ভাই
বল তোমার কথা?
কি আছে তোমার মনে
সুখ-দুঃখ ব্যথা?


                           জন্ম থেকে দাড়িয়ে আছো
                               রুদ্র বৃষ্টি গায়ে মাখছো,
                                  বল তোমার কথা,
                            হ্দয় দিয়ে শুনবো আমি
                                     তোমার আকুলতা।


কি বলিব মানব ভাই
কি বলিব তোমায়,
ঠিক এরি পাশে ছিল আমার
বড় দাদা ভাই


তারে কেঁটে লারক‌ি বানিয়‌ে
     চুলায় দিল ঠাঁই,
  কষ্টে আমার বুক ফাঁটে
                                                                           বলার শক্তি নাই।


এই বোকা মানুষ খাচ্ছে ধোকা
অসৎ লোকের ভীরে,
নিজের দেহ খনন করে
কাস্তে কোদাল দিয়ে।