তোমার ধোকাতে..
বোকা বানিয়েছ আমায়!
বিষাক্ত ফরমালিনে..
ছেয়ে গেছে দেহখানি,
বিশ্বাস করো, আমি আজও মরিনি!
মরেছে তোমার বিবেক খানি!


যত্রতত্র করেছো খেলা..
লোভ লালসা মাঝে কাটিয়েছো বেলা!
আর কত টাকা চাই?
ডাইবেটিসতো তোমার সঙ্গী হয়েছে ভাই!


তোমার ছেলে আজ নেতা হয়েছে..!
গুম, লুটপাট, টেন্ডারবাজি, মঞ্চ বানিয়েছে..
শুনেছি মমতা আজ নাকি আর কলেজে যায়না
ও নাকি কর্তা মশায়ের কাছে ,
নালিশ করলে বিচার পায়না...
আহারে ভাই সমাজনীতি..
সবই নাকি চামচামী।


লক্ষ টাকার বালিশ চাই..
সরল মনে বলেছি ভাই!
আড়াইশো টাকা পিয়াজে ভাই
কাঁচকি মাছের ভর্তা চাই..


হাড়-কাঁপানো এই শীতে ভাই..
এক কম্বল বিতরণে, গোষ্ঠীসহ ফটোসেশন চাই..
লোকদেখানো তামশাগুলি!
সামলাতে বেসামাল ফেসবুক, টুইটারগুলো..


তোমার ধোকাতে..
বোকা বানিয়েছ আমায়
বিষাক্ত ফরমালিনে..
ছেয়ে গেছে দেহখানি,
বিশ্বাস করো, আমি আজও মরিনি!
মরেছে তোমার বিবেক খানি!