যদি অমানুষ হও!
একবার হলেও,
মানুষের কাতারে দাঁড়াও
তাহলে বুঝবে,
কি বড় প্রয়োজন ছিল তোমার
মানুষ হবার।
যদি মিথ্যাবাদী হও
একবার হলেও,
সত্যের মুখোমুখি দাঁড়ান
তাহলে বুঝবে,
কি বড় প্রয়োজন ছিল তোমার
সত্যেবাদী হবার।
যদি ফাঁসির আসামি হও
একবার হলেও
বিচারকের আসনে বসো।
তাহলে বুঝবে,
কি বড় প্রয়োজন ছিল তোমার
বিচারক হবার।
যদি অশিক্ষিত
একবার হলেও,
শিক্ষার আলোতে আসো
তাহলে বুঝবে,
কি বড় প্রয়োজন ছিল তোমার
শিক্ষিত হবার।
যদি অমানুষ হও!
একবার হলেও,
মানুষের কাতারে দাঁড়াও
তাহলে বুঝবে,
কি বড় প্রয়োজন ছিল তোমার
মানুষ হবার।
15/10/2014