নয়কে দেখাই ছয়!
ছয়কে দেখাই নয়!
এটাই আমার কৌশল দাদা,
নেতৃত্বের জন্য দেই যে থাবা
প্রয়োজনে কাউকে বলি বাহবা,
কাউকে বলি বেশ দাদা
কাউকে বলি হারে-হারামজাদা
সবই আমার কৌশল দাদা।
আমি দূর্বলকে মুছড়ে ধরি!
সবলকে সালাম করি!
মাঝে-মাঝে সুআলাপে পড়ি
নেতৃত্ব ধরে রাখার
এটাই যে কৌশল দাদা।
বিদ্যা-যুক্তি-কৌশল দিয়ে
সব কিছুতে পন্ডিত সেজে
বুঝাই আমি যোগ্য ছেলে
খুশি হই অন্ন্যরা তর্কে হেরে গেলে
চাই আমায় ভক্তি করুক
শ্রদ্ধা করুক সকলে
আমার ভালটাকে প্রকাশ করুক
মন্দটাকে রাখুক আড়ালে।
চাই আমি তোতা পাখি
গাইবে আমার গুনগান,
আমার উপর কথা না বলে
বলবে জি মহাজান,
এমনি করে কৌশল করে
সবার চোখে ধুলা দিয়ে
আমি হবই হব
এই সমাজের মহাপ্রাণ।