কি সুরে ডাকছ আমায়
ঘুমের ঘরে সুখের ছায়ায়,
গালে বসে ভাবছো তুমি!
আমার গালে দেবে চুমি।


তোমার নাতির গানের সুরে
নিদ্রা থেকে উঠালে মোরে,
প্রতিশোধে হাত বাড়িয়ে
সজোরে মারি নিজের গালে।


দূরে সরে হাসছো তুমি
ব্যথার জলে মরছি আমি,
সুরে সুরে বলছো তুমি
কি মানব এমনি করে..
আমার পূর্বপুরুষ হারিয়েছে মোরে!
তোমার হাতে বাবা গেল,
সাথে গেল ভাই
কাঁদতে কাঁদতে জীবন গেল!
দুঃখের সীমা নাই।