উত্তাল ভালবাসার খুঁজে নেমেছিলাম পথে ,
ছেড়েছিলাম ইট কাঠের ঘর ,
মায়ার বাঁধন ছেড়ে ধুলায় লুটিয়ে আপন সব
নিজেকে নিজেই করেছি পর ।
নিঃসঙ্গতার বালাই ছিল অনেক দূর ,
পরিপূর্ণতার প্রেমাকাশ ছিল ভরপুর।
আশায় ফিরিনি ভুলভূলাইয়া ছেড়ে
নৈতিকতা আর সংকির্ণতা উঠেনি বেড়ে।
সিক্ত সকালে বুকের জমিন সাঁজাই ,
চোরাশিয়ার বাশির সুরে রঙীন উড়াই ।
চারপাশ জুড়ে হাহাকার ,
আমার উচাটন মনটাও
নতুন করে বাসবি ভালো
মিলে জুড়াই ঝরা প্রাণটাও ।
ফিরবার কোন পথ জানা নাই ,
বোঝা হয়ে ঝুলছে জীবনটা তাই।