নির্লজ্জ হৃদয় তবু ঢেকে রাখে বেদনার সলজ্জ মুখ,
জলের স্রোতে তীব্র অনুরাগ প্রহত বুকের তলে
বয়ে নিয়ে চলে যেতে দূরে,বহুদূরে।
ভারি পূর্নিমা নিজেই এক জলাধার,
ভেতরে বাইরে এতো জোছনা,তবুও আলোহীন জীবন
মলিনতা-বিস্মৃতি ধূঁয়ে বেরিয়ে আসতে পারে গোপন মাড়ী।
ভালো থাকার আশীর্বাদে ভরে উঠছে উঠোন
রয়ে যায় জোছনা আঁকা আলপনা।
ফিরে যাওয়ার বেলা নয়,নিমের হাওয়ায় জড়িয়ে রাখা ভালবাসা।
জ্বলন্ত আকাশে নির্ঘূম তারার নীচে
তাকিয়ে থাকি সরু জীবন পথের বুকে
অজস্র বৃষ্টিফুল ঝরছে সেখানে আজকাল।