সান্তনা খুজো না, হারিযেছে যুগে যুগে
হয়তঃ এটাই সান্তনা
বৃষ্টিস্নাত দিনগুলোতে ভিজতে মন চায়
সমযের কালক্ষেপন, দ্বিধায কেটে যায়
দূরন্তপনার ভাবলেশহীন যৌবনে ছুটেছি
ধীরে ধীরে আপনসত্বায় হারিযে খুঁজেছি
তোমার প্রেমে ভালবাসার প্রহর গুনেছি,
সময়ের স্রোত ঝর্নাধারা হয়ে নেমেছে নীচে
কাটিয়েছি বেলা জনারণ্যে, সময়ের সাথে
মধ্যযুগে এসে আমি থমকে চমকে তাকাই,
খুঁজে ফিরি কৈশোর যৈৗবন, স্বপ্নে যা পাই--
ফসিল হয়ে রয়ে গেছে সময়, কালে কালে
দিনান্তে পথে হোঁচট খেয়েছি
ফিরেছি আবার জীবনে, সময়ের তালে—-
হেটেছি আবার
গোগ্রাসে গিলেছি সময়টাকে
সান্তনা খুজো না, হারিযেছে যুগে যুগে
হয়তঃ এটাই সান্তনা ।
21/6/14