…………………………..>>>>>>>>>>>>>
একবার যে হারায় সে কি ফিরে আসে!
নতুন করে হয়তঃ কখনো ভালবাসে ।
চিড়ধরা হৃদয়ের ক্ষত সেরে উঠে,
কিছুদিন পর ক্ষতের দাগটা জুঁটে ।
মনুষত্বের মুখোশে আমি প্রাচীন তাই,
বিশ্বাস অবিশ্বাসের তপ্ত মরুর স্বপ্ন
দেখে যাই।
সোনালী স্বপ্ন সোনালী অতিতের খেলা,
ঝক্ ঝকে ঘসা মাজা গরম কাঁটে বেলা ।
বৃষ্টি ভেজা কান্নার পর এলো, রোদ্রস্নাত দিন,
তবুও হারানো প্রেম স্বপ্নে চোখে ভাঁসে,
“ছলনা” না ’’হারানো’’ বুঝার সাধ্যি কার!
চুপি চুপি আসে প্রেম মুঠোফোনে বেশ,
অবেলায় ঝড়ে যায়, সবকিছু হয় শেষ।
ক্লান্তি আর বেদনার সুর একাকি বাজে,
যেমনি আসে তেমনি যায়,হৃদয় সাজে-
জীবনের রঙে জীবন চলে,বাধ্য কার !
যার যায় সেই বুঝে শুধু,প্রশ্ন করে একটাই,
নীল জলে হৃদয় দোঁলে, ভাঁসে জীবন সবটাই।
প্রেম তুমি আমার ছিলে? প্রশ্ন শুধু একটাই ।
12/7/14