ছন্দগুলো বিশ্ব বেতাল,
মানচ্ছে না যে লয়,তাল
বেরসিক, কি ভূল্ ভা্ল্!
যখন তখন যাচ্ছে তাই,
সজীবতার রস যে চাই,
ছিঁটেফোটা  কিছু নাই,
কেমনে বুনি শব্দভূলে!
সমালোচনা ঝড় তুলে ।
নিজে নিজেই পড়ছো ফাঁকে
প্রেমিক হৃদয় সব শঙ্খ বাঁকে।
প্রাণের আবেগ লিখে সবে,
তাল,লয়,ছন্দ লাগে ভবে ।
বাকী সব রইলো ফাঁকা,
আসল গুণি থাকে আঁকা।
চিন্তার কোন কারণ নাই,
বাকি সবে ঝরবে ভাই।
কাটুক সাঁতার সবে মিলে,
কবিতারই বিশাল ঝিলে ।
25/8/14
………………………………………