শব্দহীন তরঙ্গ ছূঁয়ে ছূঁয়ে যায়,
কালো রাতের ঘোড়ায় ধাবমান,
সময়কে ছুটালো কোন অজানায়!
নিঃসঙ্গতায় ঝলসানো হৃদয়,
দুষ্টুমিতে মন ফিরে যেতে চায়।
অসংখ্য পাগলামী আর চঞ্চলতায়,
কাব্যকথায় খেলা করা শব্দগুলো,
সার্থক সৃষ্টি হয়ে শ্যাওলা জমায় ।
কষ্টের মহীরুহু বাড়ছে যেন!
পারছিনাতো পৈৗঁছে যেতে জীবনের ঠিকানায়।
অভিন্ন আঙিনায় সাঁতড়ে ফিরি দু’টানায়
ভেঙে চলি কাব্যকথা, ছন্দের আকুলতায়
জীবন উচ্ছন্নে যাবার পর্বটায় কাটে বিহ্বলতায,
শুনেছি রুপকথারা জাবর কাটে না স্বপ্নের ভাষায়
আমাকে দেখেনি কেও মন কাড়া নজরে,
নীল হয়ে উড়ে বেড়াইনি আকাশের নীলে,
জীবনের ভাজেঁ আমি তাই নতুন জীবন চাই ।
আমি ভালবাসার নেশায় আচ্ছন্ন পুরোটাই ।
03-11-14