আমি, তুমি সবখানে,ভালবাসার কথায়,
ভালোবাসার জীবন,অবিন্যস্ত , দোদুল্যমান ।
বড্ড তাড়নায় কাটেঁ এই অবিন্যাস্ত জীবন ।
দেখবো তাকালেই শুধু দু’ধারে সবুজ-
গাছপালা, মাঝে স্বচ্ছ নীল সবুজ হাতছানি।
ভোরের স্নিগ্ধতায় একটি ফুল হাতে দিয়ে,
ভাবো বসে এই হলো সব,দুঃস্বপ্নের চাতালে
অতল অন্ধকার হীংস্র জ্বলের শরীর বেয়ে,
সবুজে,ঘ্রাণে,ভরে দেবে হৃদয়টার স্বপ্ন।
অদম্য বাসনার মুখ হবে যার বেঁচে থাকার
শেষ আশ্রয়,তোমার আমার এই তো প্রেম।
অপেক্ষায় থাকা হৃদয়ে বসন্ত আসবেই,
তারপরেও অজস্র বালুরাশি দুস্তর মরুপ্রান্তর,
এ উপলব্ধি পেয়েছি হারানোর বেদনায়।
একাকী, বন্ধু-বান্ধবহীন জনারণ্যে বাজে সুর,
কয়টা মাস আলোয়, কয় মাস অন্ধকারে।
একটি বসন্তেই মিলবে দুটি জীবন তুমি আমি ।
এইতো জীবন, আমাদের প্রেম, তুমি আমি ।