ঝম্ ঝমিয়ে বৃষ্টি আসে, আকাশ ছেড়ে নীচে
সুরের তালে নেঁচে গেয়ে, সমান আগে পিছে ,
পুকুর,নালা,খাল-বিলের, পানিরাও,
তরঙ্গ প্রলয়ে ছলকে উঠে, বাকিরাও ।
বৃষ্টিস্নাত হতে মনটায় আমার, ইতি উতি চাই,
বয়েস আমার যেমন তেমন, ভাবছি বসে তাই ।
সুরের যাদু, মনের যাদু হতচ্ছাড়ায় পায়,
বৃষ্টি দেখে মনটা আজও খলবলিয়ে যায়।
সজীবতার রঙ্গ, রসে, ডুবে মন স্নিগ্ধতায়,
মলিন বেশ ছেড়ে হাসি, সবুজ মুগ্ধতায়।
জানলা গলে দৃষ্টি মিছিল, বৃষ্টি ঝরে যায়।
ঝম্ ঝমিয়ে বৃষ্টি আসে, আকাশ ছেড়ে নীচে
ভেজা মন ভিজে যায় বৃষ্টির জলে,
চোখের তারায় পড়ে নাচবে বলে,
মৃতপ্রায় প্রাণ জাগে, ফিরে পায় এই ধরাতে,
মৃত্তিকার মিলন অভিলাষ শুধু এই ঝরাতে,
ঝরা বৃষ্টি ছোঁয়ায আদর তুলির আঁকাতে,
জোছনার চাওয়া নাই, কবিতার পাতাতে ।