আজীবনের জীবন নাই,
সুরের মুর্ছনা খূঁজি তাই ।
নব্য কোন ইতিহাসে উড়াই আজ ধৃষ্টতার ছাই,
অপলক চেয়ে থাকি স্বপ্নের মাঝে তারুণ্য চাই ।
চলো আবারো হারাবো ওই সবুজে,
তুমি, আমি শুধু একদিন না বুঝে--
সবুজ হবো জলাশয় হৃদয় মাঝে।
ভালবেসে আসো কিছুতো পাল্টাই,
উল্টাই পাল্টাই মনের মত মনটাই।
স্বপ্ন তুমি ভোর,দুপূর কিংবা সাঁঝে।