আরেক কোন উদাস দুপুরে,
ভাসে স্বপ্ন, শান্ত স্নিগ্ধ পুকুরে ।
কুহুক ডাকে পা্ড়টা ঘুরে,
ঝিঁঝিঁ ডাকে বিলাস সূরে
স্বভাব চাহনীর প্রশ্ন উড়ে-
প্রেম প্রেম পেরেশান
দুঃখী দুঃখী দিনমান
মায়াবী বনলতায় ছায়া জড়ায়
মাটির সোঁধা গন্ধ শৈশব ছড়ায়।
বিরহব্যাথায় কাটে না ক্ষণ
ভালো নেই, ভালো নেই মন
চাষবাস চারপাশ, স্রোত বহমান
রাঙা পৃথ্থে দু’দিনের মেহমান।
স্বভাব দোষে তাই, জগৎ হাসে,
অস্তগামী সূর্য্য জলরঙে ভাসে ।
কাটে প্রহর স্বভাব-সূলভ জটিলতায়-------