ভাবি,সব প্রেম জড়ো করে ছুড়ে ফেলি
ভালবাসারা বাঁধ সাধে অক্লান্ত দু'টানায়
এতটা বছর কাছে আছি জীবদ্দশায় ,
আমার খেয়ালি মন সাদা দেয়ালটায়
বিরক্ত ভারি ,শিকল পড়া বন্দিশালায় ।
স্বার্থপরতার বিশাল বোঝা আমায় নিয়ে চলে
অতঃপর আমি রক্ত পিচাশ হই
ভেঙে ফেলি শিকল সামাজিক দায়বদ্ধতার
রঙীন সপ্নরা ঝড় তুলে অবিরাম
আমি শখের পায়ড়া চুরি করি ,ভাবি
এই শেষ ,আর করব না এমন,কিন্তু !
পিচাশের শুনি উল্লাস প্রতিটি রক্ত কণায়
প্রেম,ভালোবাসা মুখ থুবড়ে পরে পাছে
ছুটে চলতে হয় নিরবিছিন্ন সুখ স্রোতে
শোক আসে ,মনের আয়নায় প্রতিচ্ছবি
ভেসে উঠে বারবার।আবারও চলতে হয় -
অবিরাম দু'টানায় ,অন্তরে রক্তলুলোপ
মুখেতে মোখশ এঁটে ফিরে আসি ,ভাবো
এক ইবলিশ এলো ছোবল হানবে আবারো
সুখের পায়ড়া আগেই ছিনিয়ে নিয়েছি
বিশ্বাসের দোলাচলে পিচাশেরা ফিরে.
ফেরা হয়না ঘরে ,প্রেম ছিল নিজস্ব সত্বায় ।