এই বটগাছটার নীচে ধৃষ্টতার ছাঁয়া নেই,
নেই কোলাহল,জীবনের অস্থির জনপদ,
সোডিয়ামের হলদেঁটে রঙে দাড়াই একা
মধ্যরাতে শূণ্যতায় বাধেঁ ঘর অন্তর সম ।
কুকুরটাও গুটিয়ে কুন্ডলিকার একপাশে
নড়েচড়ে জানান দেয়, আমিও আছি যে ।


জীবনকে সহজ প্রথায় নিয়মে নেয়া যেতো,
কিন্তু গভীর বিশ্বাসের আর্বতে আর্বতিত হতো
প্রখর তীক্ষ্ন রক্তিম চাঁদের মহাশূন্যের মতো।
নেশার আঁধারে কাল কেটেছে রাত সর্মথিত,
আতঙ্কের মুখোমুখি জীবনের সব মধুরিমা
নিঃশেষ করেছি,ক্রর বেদনার অসু্স্থ বিলাপ।


অষ্টপ্রহরের বিলের মত ভুলগুলো সাজাই,
আর্তনাদে আর আসক্তির কানায় কানায়
খুঁজেও না পাই,একনিষ্ঠ ধারাপাতে বাজাই
সেই চেনা সুর আমার সত্তার ডানায় ডানায়,
ইচ্ছের ঘুড়িটাকে উড়িয়ে দিয়েছি মহামায়ায়
নিজস্ব আড়ষ্টতায় থামেনি পথ,চলেছি শুধু।


প্রেমের ভেলায় ভেঁসেছি,কতজনেই সহচর
মনের অলিন্দে ঘুরে অবিরত ভ্রমরের মতো
নিঃসঙ্গতার উথালে পাথালে কাটে সব প্রহর
যত্নের আতিশয্যে সর্বক্ষন দিয়েছি শুধু ঠাঁই ।


ভুলে ভুলে আজ সবি বিভ্রম, ঠাঁই কোথা পাই !


-----------------------------------