আমার অহংকার
              কাজী আফজাল

ডাক পড়েছে ডাক এসেছে
ডাকছে মুয়াজ্জীন ।
মুসলিম যারা ঈমান বাঁচাও
পালন করে দ্বীন ।

মুখোশ পরে লেবাস গায়ে
থাকবে কতদিন ।
মাথায় একটা টুপি দিয়েই
পাক্কা হলে মোমিন ।

লেপ তোষক গায়ে দিয়েই
রইলে তুমি ঘুমে।
জ্ঞান গরিমায় বাচবেনা তুই
ধরবে যখন যমে ।

ঘুমের চেয়ে নামাজ উত্তম
বলছে মুয়াজ্জীন ।
আল্লাহর নামেই শুরু করি
আজকের সারাদিন ।

যমের ঘরে যাবার আগেই
হওরে হুসিয়ার  
মোমিন আমি দ্বীন ইসলাম
আমার অহংকার ।

      সমাপ্ত