মানুষ আবার মানুষ হবে
বলবে কি সে কষে
হিসেব কষে হয়না মানুষ
আদর্শ যাও চষে ।


ভাল কাজ করবে যেজন
ভাল মানুষ হয়
মন্দ কাজে সেও মানুষ
নিন্দা তারই হয় ।


ভাল মন্দ তাই মিলেমিশে
মানব জাতি ভবে
খাটি মানুষ তাইতো দেখি
পরিচয় তাঁর হবে ।


ভুল হবেনা এমন মানুষ
পাইনা খোঁজে তবে
ভুলের ক্ষমা চাইলে পরে
মানুষ হবে সবে ।


বনের পশু হয়না মানুষ
মানুষ শ্রেষ্ঠ জাতি
আদর্শহীন মানুষ গুলোর
দেখছো পরিণতি ।


জুলুমবাজি ঐ পরিণাম
কতই ভয়াবহ
বর্ণনা তার হয়না ভাষায়
জ্বলবে অহরহ।


বাঁচতে হলে আয়রে ফিরে
ইসলামের ছায়া তলে
বাঁচার উপায় আল্লাহর কাছে
আশ্রয় যদি মিলে ।


             সমাপ্ত