বাঁচার উপায় খুঁজি
                    আব্দাল হোসেন কাজী


মন পাখি কোথায় গেলি
ভাবছি শুধুই মিছে
দুঃখ কষ্ট নিয়েই চলি
যা না একটু দেখে


মন পাখি থাকলে মনে
হয়কি এমন ক্ষতি
মনের ঘরেই বসত করে
পাশে থাকতো যদি


মনযে মোর উড়াল পাখি
রয়না  সে যে ঘরে
যখন তখন হৃদয় ছেড়ে
ভাবনা শুধুই জোড়ে


মনযে দেখি হৃদয় জোড়ে
কতই কিছু চায়
চাইতে গেলে অনেক কিছু
সময় শুধুই যায়


এই সময়ের মূল্যায়ন
করবে কবে বল
রবের ডাকে যেতেই হবে
চলরে এবার চল


আসা যাওয়া সবই ব্যথা
হিসাব কষে দেখি
মনরে এবার পড়বে ধরা
বাঁচার উপায় খুঁজি ।