🐜গোলমাল 🐜
  আব্দাল হোসেন কাজী আফজাল
                    -01-11-2018-
দেখা হয়না ঢাকা, টাকা দিয়ে শিখা
শিখা হবে কৈ, মাছ ভাঁজা দৈ ।


জ্ঞানী গুণী গুণে, নুন গুণ দিয়ে
টাকা হয় বিকি,চাল ভাঁজা খেয়ে।


ফল ফুল মিলে, সব গোলেমালে
তেলে তিলে তাল, সব গোলমাল ।


তাই ভেবে আজ, পেয়ে নিও লাজ
তেলে ভাজা নুন, গেঁয়ো তার গুণ ।


হাল চাল ঠেলে, যাবে কৈ চলে
বৃষ্টির জলে, মেঘের গর্জন এলে ।
🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜