বিবাহিত পুরুষ কহে ছাড়িয়া নিশ্বাস,
ব্যাচেলরে সর্বসুখ আমার বিশ্বাস ।
ব্যাচেলর পুরুষ দীর্ঘশ্বাস ছেড়ে কহে,
পৃথিবীর যত সুখ সবই বিয়ের পরে।


বিশ্বাস হারিয়ে ডিভোর্সি নারী কহে
ভাঙ্গিল সংসার আছি পিতার গৃহে।
আমিতো চাহিনী ভাঙ্গিতে সংসার,
পরকিয়ায় মোর সব হল ছারখার।


বন্ধ্যা নারী কহে আহ ছাড়িয়া নিশ্বাস
সকলে আমায় নিয়েই করে উপহাস
আমারও অধিকার আছে মিলেমিশে
মানব সমাজে সবে করিতে বসবাস


যৌনক্রিয়াই প্রকাশ্যে নির্যাতন সন্ত্রাস
সর্বত্রই শুনি নারী পুরুষের হাহুতাশ
উন্মুক্ত বৈধতার পথ ছেড়ে দিয়েই
প্রদর্শনীতেই হরিলুঠ পরে হাহাকার


ধর্মীয় বন্ধনে আবার ফিরে এসো সবে
বংশ বৃদ্ধির প্রক্রিয়া ভবে দিয়েছে রবে
রবের সন্তুষ্টি নিয়ে যদি করি বসবাস
সুখে থাকবে সবে এ বিশ্বে বারমাস


              সমাপ্ত