অতীতের স্মৃতি কি ?
কখনও ভুলে থাকা যায় !
সময়ের ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে যায় ।
বারবার মনে হয় একি ! করিলাম কি ?
ফিরে তো আসবেনা, তবুও ধরে রাখি ।


স্মৃতি মোর ইতি নয়,
বারবার উঠে পড়ে জেগে !
পাইনি কিছুই তো তবুও শান্তনা জাগে ।
হাসিখুশি মন ছিল মিলেমিশে থাকি ,
ভুলেও ভুলতে পারিনা মনে মনে রাখি ।


কত কথা মনে পড়ে !
গভীর মনের সবুজ নীড়ে ।
সেদিন তো আসবেনা কোনোদিন ফিরে !
হাসিখুশি মন মোর ! মলিন হয়ে যায় ।
আসবেনা আশার বুক বেঁধে রাখি !


ঢেকে রেখে কিযে হবে ?
সব কিছু রেখে যাবো ছেড়ে !
মন শুধু খোঁজে ফিরে আশায় আশায় ।
এই বুঝি সব কিছু পেয়ে যাবো ধরায় ।
হারানোর নেই কিছু তাই ধরে রাখি ।


চলে যাবো কত দুর ?
সাড়ে তিন হাত নয় বেশি দুর !
পিছন ফিরে তাকানোর নেইতো সময় ।
কখন যে গাড়ি এসে নিয়ে যাবে মোরে,
ক্ষমা করে ভুলে যেও থেকো শুধু দুরে ।
                  🌿সমাপ্ত🌿