অভিযোগ ছেড়ে ত্যাগের মহিমা প্রকাশ
হাতছানি দিয়ে ঐ ডাকে সুণীল আকাশ
শত বছর ধরে আমি নাহি রব তব পরে
অনেক কিছুই রবে আকাশ জমিন জুড়ে


চোখ তার কবেকার দেখেছি কত তারে
সেথায় আজও খোঁজি দেখো যদি মোরে
আমি নেই তুমি রবে এই সেই আকাশ
মনে যদি পড়ে মোরে করিও প্রকাশ


পুষ্প সুন্দর্য্য প্রকাশে ঐ ছড়িয়ে সুভাষ
কালো মেঘ ঘনঘটা গর্জে বৃষ্টির আভাস
সুন্দর্য্য প্রকাশে গন্ধ ছড়িয়ে পড়বে ঝরে
ক্ষণিকের তরে সবাই কে মোহমুগ্ধ করে


আসবে নতুন প্রজন্ম ঐ সূর্যোদয়ের পথে
নবীনের আগমনে প্রবীণরা হাসবে কবে
ওরা আসে তাঁরা যায় ভুলে যাবে মোরে
প্রতি বছর আসবে বসন্ত প্রতি ঘরে ঘরে ।
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃